সংগীত জগতে পা রেখেছে রেগো বি। প্রথিতযশা শিল্পী ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর নাতি সে। সম্প্রতি সারেগামাপা থেকে রেগোর ‘বাচ্চা পার্টি’ শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে। এই গানের মাধ্যমেই রেগো আত্মপ্রকাশ করেছে সুরের ভুবনে।
‘বাচ্চা পার্টি’ মিউজিক ভিডিওতে রেগোর সঙ্গে একঝাঁক খুদে শিল্পীকে দেখা গেছে। তাদের নেতৃত্বে রয়েছে, বলাই বাহুল্য, রেগো। ‘বাচ্চা পার্টি’ প্রচুর এনার্জিতে ভরপুর। সংগত কারণেই শ্রোতারা পছন্দ করেছে গানটি। পছন্দ করেছে রেগোর দাদু বাপ্পি লাহিড়ীও।
সংগীত জগতে রেগোর আত্মপ্রকাশ প্রসঙ্গে বাপ্পি লাহিড়ী বলেছেন, “এত অল্প বয়সে আমার নাতি মিউজিকে ক্যারিয়ার শুরু করেছে, এতে আমি খুশি, গর্বিতও। ‘বাচ্চা পার্টি’ এমন একটা গান, যা ওর স্টাইল বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। সমীরকে ধন্যবাদ ও রেগোর মধ্যে যে চমক আছে তা খুঁজে বের করেছে।”
									
								
								
							
																
															
																
																
																
																
														
														
														
														
														
Leave a Reply
Your identity will not be published.