প্রিন্স মাহমুদের জিজ্ঞাসা, ‌‌‘কোথায় মুক্তি? এ কোন মুক্তি?’

প্রিন্স মাহমুদের জিজ্ঞাসা, ‌‌‘কোথায় মুক্তি? এ কোন মুক্তি?’

সময়টা টালমাটাল, অস্থির ও অনুর্বর। এমনটি মনে করার জন্য যথার্থ ঘটনাও ঘটে চলেছে চারপাশে। সংখ্যায় কম হলেও সমসাময়িক বিভিন্ন অসঙ্গতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করছেন শিল্পী, বুদ্ধিজীবিরা। জানাচ্ছেন প্রতিবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিস্কার রাখছেন তারা। 

প্রিন্স মাহমুদ। জনপ্রিয় সংগীত তারকা। গীতিকবি, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে অনন্য অবস্থান তার। সমাজের অসঙ্গতি নিয়ে প্রায়ই কথা বলেন তিনি।   

সবশেষ ‌‘ধর্ম অবমাননা’র অভিযোগে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের গ্রেফতার হওয়ার ঘটনায় অনেকের মতো তিনিও ক্ষুব্ধ। এ ঘটনার প্রতিবাদে গান তৈরি করেছেন প্রিন্স।  

“প্রিয় ছাত্রদের বিজ্ঞান শেখানোর অপরাধে ‘ধর্ম অবমাননা’র অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের উদ্দেশ্যে আমার এ গান ‘গ্লানি’...। ২০ দিন কারাগারে থাকার পর রবিবার (১০ এপ্রিল ২০২২) মুক্তি পান তিনি। কোথায় মুক্তি? এ কোন মুক্তি?”- এমনটি জানিয়ে সম্প্রতি ফেসবুকে ‘গ্লানি’র গানচিত্র আপলোড করেছেন তিনি। প্রিন্স মাহমুদের লেখা এই গানটি সমবেতভাবে গেয়েছেন এ সময়ের কয়েকজন তরুন শিল্পী। 

গানের কথা

স্যার হৃদয় চন্দ্র মরেন,
দড়ি না পেলে গারদ-মধ্যে নিজ টুটি চেপে ধরেন।
তুমি মুক্তি পেলেও মুক্ত হবে কি? 
তোমার ঈশ্বর সঙ্গে রবে কি?
ছাত্র তোমার আদরের বড়, 
দুচার ঘা দেবে বলে আরো 
তার খোদা সাথে রবেন।
গ্লানির চেয়ে গারদ-মধ্যে নিরাপদেই মরেন। 
এ কোন পৃথিবী রাখলে ভগবান, 
ওপারে হুজুর অনুপম খের,
এপারে সাইদি বাজান। 
সংখ্যালঘুর কোনো দেশ নাই,
ক্ষমতার সাথে খোদা থাকে ভাই, 
বিশ্বাস কি করেন? 
দড়ি না পেলে গারদ-মধ্যে নিজ টুটি চেপে ধরেন। 
ধর্মের পথে শহীদ হবো সবাই 
মানব মিথ্যে, ধর্ম সত্য তার উপরে কথা নাই। 
সংখ্যালঘুর কোন দেশ নাই,
ক্ষমতায় শ্রীরাম থাকে ভাই,  
বিশ্বাস কি করেন? 
দড়ি না পেলে গারদ-মধ্যে নিজ টুটি চেপে ধরেন।
গ্লানির চেয়ে গারদ-মধ্যে নিরাপদেই মরেন।
স্যার হৃদয় চন্দ্র মরেন,
দড়ি না পেলে গারদ-মধ্যে নিজ টুটি চেপে ধরেন।

গান ও ভিডিও উপভোগ করতে এখানে ক্লিক করুন।
 

Leave a Reply

Your identity will not be published.