শিগগিরই মুক্তি পাচ্ছে ‘বান্টি অর বাবলি ২’। এটি আগের ‘বান্টি অর বাবলি’-র সিক্যুয়াল। অর্থাৎ প্রধান চরিত্র দুটি ঠিকই থাকছে এবং গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু হবে এই নতুন ছবির গল্প।
২০০৫ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ক্রাইম-কমেডি ফিল্ম ‘বান্টি অর বাবলি’। সেই ছবিতে তুলে ধরা হয়েছিল এক তরুণ-তরুণীর গল্প, রাকেশ ও ভিম্মির নানা কীর্তিকলাপ। মধ্যবিত্ত ঘরের রাকেশের চোখে তখন স্বপ্ন ছিল ধনী লোক হওয়ার। অন্যদিকে ভিম্মির চোখে ছিল মিস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে ভিম্মি বাড়ি থেকে টাকা চুরি করে পালায় এবং পথের মাঝে দেখা হয় রাকেশের সঙ্গে। দুজন দুজনকে জানে, নিজেদের স্বপ্নের কথা বলে। বলা যায়, দুজনের পথ মিলে যায় একটি বিন্দুতে। ফলে তারা বান্টি ও বাবলি নাম নিয়ে লোক ঠকানোর অভিযানে নামে। উল্লেখ্য, ছবিতে বান্টি ও বাবলির ভূমিকায় অভিনয় করেছিলেন যথাক্রমে অভিষেক বচ্চন ও রানী মুখার্জি।
সেই বান্টি অর বাবলি আবার বড়পর্দায় আসছে। তবে এবার বান্টি তথা রাকেশের ভূমিকায় অভিষেক বচ্চনকে দেখা যাবে না। এই চরিত্রে এবার অভিনয় করেছেন সাইফ আলী খান।
রাকেশ এখন টিকিট কালেক্টর। তাই এই চরিত্রের জন্য ওজন বাড়িয়েছেন সাইফ। অন্যদিকে ভিম্মি অর্থাৎ রানী ফ্যাশন ডিজাইনার।
‘বান্টি অর বাবলি ২’-এর কাহিনিধারায় দেখা যাবে, ছোট শহর ফুরসতগঞ্জে রাকেশ ও ভিম্মির সংসার। অবশ্য শুধু গৃহবধূ হয়ে থাকতে নারাজ ভিম্মি, তাই সে ফ্যাশন ডিজাইনারের কাজ করে। স্ত্রীর এই ভূমিকায় রাকেশ অবশ্য খুশি নয়। তবু সে ভিম্মিকে উৎসাহ জোগায়। কারণ তারা কেউই স্বপ্ন দেখা ছাড়ে নি। তবে মনে মনে তারা বান্টি ও বাবলির সেই উত্তেজনাপূর্ণ জীবনের অভাববোধ করে। সেই টানেই কি তারা আবার পুরনো ব্যবসায় শুরু করবে? এই প্রশ্নের উত্তর মিলবে বড়পর্দায়। আর হ্যাঁ, এই ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী ও নবাগতা শর্বরীকেও জুটি হিসেবে দেখা যাবে।
‘বান্টি অর বাবলি ২’ মুক্তি পাবে আগামী ১৯ নভেম্বর।
Leave a Reply
Your identity will not be published.