নিজের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র 'দরদ' (হিন্দি নাম: দার্দ) নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন ঢালিউড সুপারস্টার নায়ক শাকিব খান। বুধবার রাতে ভারতের মুম্বাইয়ে একটি হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় ছবিটির নায়িকা বলিউড তারকা সোনাল চৌহান উপস্থিত ছিলেন।
'দরদ' সিনেমার শুটিংয়ের জন্য মঙ্গলবার মুম্বাইয়ে যান শাকিব খান। প্রথম আনুষ্ঠানিকতা হিসেবে সংবাদ সম্মেলনে অংশ নেন ছবিটির নায়ক, নায়িকা, পরিচালক ও প্রযোজক। সংবাদ সম্মেলনে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বলেন, "সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। "দরদ" তেমনই একটি প্রজেক্ট।"
শাকিব খান বলেন, 'এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।'
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২৭ অক্টোবর থেকে ভারতেই শুরু হচ্ছে সাইকো থ্রিলার গল্পের ছবি 'দরদ' সিনেমার শুটিং। আগামী ফেব্রুয়ারিতে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন।
Leave a Reply
Your identity will not be published.