‘ভারতে দিনে নারীপুজো, রাতে ধর্ষণ’ মন্তব্যে তোলপাড়

‘ভারতে দিনে নারীপুজো, রাতে ধর্ষণ’ মন্তব্যে তোলপাড়

 

‘আমি ভারত থেকে এসেছি, যেখানে দিনে নারীপুজো এবং রাতে তাদেরই গণধর্ষণ হয়’, কথাগুলো ভারতীয় কমেডিয়ান ও অভিনেতা বীর দাসের।

এভাবেই তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বিখ্যাত জন এফ কেনেডি সেন্টারে ‘আই কেম ফ্রম টু ইন্ডিয়ানস’ নামে একটি শোতে শ্লেষাত্মকভাবে একই ভারতের দুই রূপের কথা শুনিয়েছেন। এ জন্য বিজেপির রোষানলে পড়েছেন বীর দাস। এটি মেনে নিতে পারে নি তারা, মানে বিজেপির নেতা-কর্মীরা। নেট মাধ্যমেও করা হচ্ছে কটাক্ষ। আবার অনেকে প্রশংসাও করছেন এই অভিনেতার।

এদিকে দিল্লির তিলক মার্গ থানায় বীর দাসের বিরুদ্ধে এফআইআর করেছেন দিল্লি বিজেপির মুখপাত্র আদিত্য ঝা। সেখানে অভিযোগ করা হয়েছে, বিদেশে গিয়ে দেশকে অপমান করেছেন বীর। এক টুইট বার্তায় আদিত্য বলেছেন: ‘অন্য দেশে গিয়ে আমাদের জাতিকে (ভারত) কেউ অপমান করবে, তা সহ্য করা হবে না।’

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও টুইটারে কটাক্ষ করেছেন বীরের উদ্দেশে। সেখানে তিনি বলেছেন, ‘আপনি যখনই ভারতের পুরুষদের গণধর্ষণকারী হিসেবে তুলে ধরছেন, তার মানে বিদেশেও তাদের উৎসাহ দিচ্ছেন। আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

অবশ্য ‘আই কেম ফ্রম টু ইন্ডিয়ানস’ শোতে বীর দাস মন্দের পাশাপাশি ভারতের ভালো দিকগুলিও তুলে ধরেছেন। তবে তার সমালোচনাগুলিই আলোচনার জন্ম দিয়েছে বেশি। এর মধ্যে রয়েছে ভারতের বলিউড, কৃষক আন্দোলন, করোনা টিকা, মাস্ক পরাসহ বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের দ্বিমুখিতার সামাজিক চিত্র।

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বীর দাস। তিনি বলেছেন, ‘এই ভিডিওতে ভারতের দ্বিমুখিতা নিয়ে শ্লেষাত্মক চিত্র তুলে ধরা হয়েছে। যে ভারতে দুই দিকই রয়েছে, ঠিক যেমনটা অন্য দেশেও থাকে।  একটা অন্ধকার ও অন্যটা আলোর দিক এবং একটা ভালো অন্যটা মন্দ। আমরা যে মহান, তা কখনোই ভুলতে পারি না। ভিডিওতে সেই কথাও বলা হয়েছে।’

Leave a Reply

Your identity will not be published.