কৃতি শ্যানন, যিনি ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন, তিনি গত সাত বছরে এগিয়েছেন অনেকখানি। বিশেষ করে গত দেড় বছরে তার ক্যারিয়ারে অনেকখানি পরিবর্তন এসেছে। যোগ হয়েছে নতুন মাত্রা।
‘মিমি’ ছবির কথাই ধরা যাক। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে কৃতি একজন গর্ভবতী মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, যা বেশ প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়া তার হাতে বড় বাজেটের এমন কয়েকটি ছবি রয়েছে, যেগুলো বৈচিত্র্যপূর্ণ। যেমন, ‘শেহজাদা’, ‘ভেদিয়া’, ‘আদিপুরুষ’, ‘বচ্চন পান্ডে’, ‘গণপথ’ প্রভৃতি। এইসব সিনেমায় কৃতি অক্ষয় কুমার, প্রভাস, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, কার্তিক আরিয়ান প্রমুখের বিপরীতে কাজ করেছেন। সংগত কারণেই নিজের ক্যারিয়ারের ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ে কৃতি বেশ খুশি।
‘মিমি’ সিনেমা প্রসঙ্গে কৃতি বলেন, ‘প্রস্তাব পাওয়ার পর মনে হয়েছিল, এই চরিত্রটি আমার জন্য উপযুক্ত। যদিও প্রতিটি দৃশ্যে আমার উপস্থিতি থাকার কারণে শুরুতে নার্ভাস ছিলাম। কারণ আমার একটা ভুলে সব ভেস্তে যেত। এছাড়া গ্ল্যামারাস চরিত্রের বাইরে অভিনয় করাও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর ব্যবসায়িক সাফল্য এবং দর্শক প্রশংসা প্রতিটি চরিত্রে নিজেকে ভাঙার সাহস জুগিয়েছে।...আমি সবসময় বিনোদনমূলক সিনেমার পাশাপাশি শক্তিশালী বার্তা আছে এমন গল্প ও চরিত্রে কাজ করতে চাই।’
অন্যদিকে আগামী সিনেমাগুলোতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন প্রসঙ্গে কৃতি বলেন, “ক্যারিয়ারে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। আমি খুবই উচ্ছ্বসিত। কারণ আমার নতুন সিনেমা ‘বচ্চন পান্ডে’ বিনোদনমূলক, ‘ভেদিয়া’ হরর কমেডি, ‘গণপথ’ অ্যাকশন নির্ভর, ‘আদিপুরুষ’ ইতিহাস ও পৌরাণিক হতে যাচ্ছে। শুধু বিগ বাজেট আর গল্পের ভিন্নতা নয়, প্রতিটি সিনেমায় নিজেকে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপনের সুযোগ পেয়েছি। গত দেড় বছরে এত পরিবর্তন! ছোট ক্যারিয়ারে এর চেয়ে বেশি কিছু আমার চাওয়ার নেই।’
Leave a Reply
Your identity will not be published.