আবারও খবরের শিরোনামে পরীমনি। আলোচিত এই চিত্রনায়িকা মা হতে চলেছেন। নিজেই সে খবর জানিয়েছেন গণমাধ্যমকে।
১০ জানুয়ারি দুপুরে মা হওয়ার খবর প্রকাশ করেন পরী। তার সন্তানের বাবা নবাগত অভিনেতা শরিফুল রাজ। পরীমনি বলেছেন, 'কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।'
পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে প্রেমে পড়েন পরী-রাজ। প্রেমের সম্পর্ক থেকে তাঁরা দুজন গোপনে বিয়ের কাজটিও সেরে নেন।
পরীমনি চলচ্চিত্রের বাইরে ব্যক্তিগত নানা কারণে আলোচনা-সমালোচনায় থাকেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ ছাড়াও সম্প্রতি মাদককাণ্ডে মামলা-হাজতবাস করেন ও বিতর্কের জন্ম দেন এই নায়িকা।
Leave a Reply
Your identity will not be published.