মুক্তির চার দিনে ৪০ কোটি টাকার মতো ব্যবসা করেছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। ছবিটির প্রতি দর্শক আগ্রহের অন্যতম কারণ দুটি। প্রথমত, এটি সঞ্জয়লীলা বানসালির ছবি। দ্বিতীয়ত মূল চরিত্রে অভিনয়কারী আলিয়া ভাট। এমন আলিয়াকে আগে দেখা যায় নি। এটিই হচ্ছে এই ছবির আসল ইউএসপি।
ছবির রমরমা ব্যবসার খবর বের হচ্ছে চারদিক থেকে। একইসঙ্গে সামনে আসছে পেছনের গল্পও। এর মধ্যে অন্যতম একটি খবর হলো, আলিয়া ভাট গাঙ্গুবাই চরিত্রে সফল হলেও তার আগে বলিউডের কয়েকজন অভিনেত্রীর কাছে চরিত্রটি করার জন্য প্রস্তাব করেছিলেন সঞ্জয়লীলা বানশালি! কিন্তু তাঁরা চিত্রনাট্য শুনে ও পারিপার্শ্বিক কিছু বিষয় মাথায় রেখে 'না' করে দিয়েছিলেন। কে কে আছেন এই 'না'-এর তালিকায়, এবার দেখা যাক।
রানি মুখার্জি
সবার আগে রানি মুখোপাধ্যায়ের কাছেই গিয়েছিলেন বানশালি।
তবে চিত্রনাট্য পছন্দ হওয়ার পরও রানি ছবিটি করতে অস্বীকৃতি জানান। গুঞ্জন রয়েছে, যশরাজ ব্যানার ও বানশালির প্রযোজনা সংস্থার মধ্যে ঠান্ডা লড়াইয়ের জন্যই নাকি এমন সিদ্ধান্ত নেন রানি।
দীপিকা পাড়ুকোন
গাঙ্গুবাই হওয়ার জন্য প্রস্তাব গিয়েছিল দীপিকা পাড়ুকোনের কাছে। ‘পদ্মাবৎ’ এই নায়িকার কাছ থেকেও বিমুখ হতে হলো বানশালিকে। পরপর তিনবার বানশালিকে 'না' করে দেন দীপিকা! এদিকে দীপিকার না করার নেপথ্যে কী কারণ রয়েছে তা-ও স্পষ্ট নয়। নিন্দুকেরা বলছে, ‘পদ্মাবৎ’ ছবির পর থেকেই বানশালি ও দীপিকার মধ্যে কিছুটা দুরত্ব বেড়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া
বানশালির ‘বাজিরাও মস্তানি’তে অভিনয় করে অন্যরকম অভিজ্ঞতা হয়েছিলো প্রিয়াঙ্কা চোপড়ার। পেয়েছিলেন বিপুল প্রশংসা ও সম্মান। বানশালিও মুগ্ধ হয়েছিলেন প্রিয়াঙ্কার কাজ দেখে। এর সূত্র ধরেই দীপিকা 'না' করার পর গাঙ্গুবাই হিসেবে প্রিয়াঙ্কাকে চেয়েছিলেন বানশালি। বলাই বাহুল্য, 'সব চাওয়া হয় না পূরণ!' শোনা যাচ্ছে, একটি হলিউড প্রেজেক্টের কারণে বানশালির এই ছবিতে থাকতে পারেন নি পিগি চপস।
Leave a Reply
Your identity will not be published.