নীহার মোশারফ-এর চারটি কবিতা

নীহার মোশারফ-এর চারটি কবিতা

বৃষ্টিতে রাখো হাত

তুমি এভাবে তাকালে
          ভীষণ আবেগ বাড়ে
আরও কাছাকাছি এসো
    বৃষ্টিতে রাখো হাত-
সুরের মূর্ছনায় নিরন্তর ডুবে যাও
              কিসের জাতপাত?

ইচ্ছাবরী

ইচ্ছাবরী বিয়ে করবে
                 বয়েস কুড়ি না-হলেও
শারীরিক অবয়ব ভারি সুন্দর।
অন্দর থেকে কথা বলে হবু বেয়ান
      তাহলে পাড়ায় হঠাৎ?
সমাজের পোকা মানুষের পেছন লাগে
শুভ কাজে হাঁড়িভাঙা পুরোনো অভ্যাস।
ইচ্ছাবরী থাকে না বসে
                 স্বামীর সোহাগ খোঁজে
কিলবিল করে ওরা
        মাথার উকুন খায়
খাবি খায় যখন-তখন এঁদো ডোবায়।


প্রেমের মৃত্যু হলে

মন বদল হলে তখন আর
নিজের থাকে না সে।
          প্রেমের মৃত্যু হলে
নতুন রসিকের খোঁজে হাঁটে কেউ কেউ
ঘাটে ঘাটে কানাকড়ি
      আহামরি কিছু নয়, স্পর্শ ছাড়া...

তঙ্ক

ফিরে এসো অতীত
জলের তরঙ্গ, পাখিডাকা ভোর
ফিরে এসো রবীন্দ্রনাথ, তলস্তয়
       নিউটন তুমিও এসো
এসো আব্রাহাম, ম্যান্ডেলা, বিবেকের বাণী
দাসপ্রথা কমেছে কি?
হানাহানির তঙ্ক আর কতকাল?
       বকুলের গন্ধ নাও
             সব জাতি এক হও
 গেয়ে ওঠো মুক্তির গান।
শিল্পীর তুলিতে রঙের মিশেলে জাগাও
             পৃথিবী নতুন।

Leave a Reply

Your identity will not be published.