সাহিত্য সমাজে প্রতিদিন অনেক খবর। দেশি-বিদেশি সাহিত্যের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ কয়েকটি খবর প্রকাশ করা হলো অন্যদিন-এর পাঠকদের জন্য।
বিদায়, হাসান আরিফ
গত ১ এপ্রিল বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ প্রয়াত হয়েছেন। হাসান আরিফের জন্ম ১৯৬৫ সালে। আশির দশক থেকে আবৃত্তি চর্চায় যুক্ত হন তিনি। সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন।
রবীন্দ্রনাথ ‘কালো’!
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো ছিল, এ কারণে তাঁর মা তাকে কোলে নিতেন না- এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল হলে মন্ত্রী এই দাবি করেন। কবিগুরু সম্পর্কে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেেছন ‘রবীন্দ্রনাথের বাড়ির অন্যরা ফর্সা ছিলেন। কিন্তু কবিগুরুর মা এবং বাড়ির অনেকে রবীন্দ্রনাথকে কালো বলে কোলে নিতেন না’।
যে কারণে নোবেল
সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize) পেলেন আফ্রিকান সাহিত্যিক আবদুলরাজাক গুনরাহ। শরণার্থীদের নিয়ে উপন্যাস লিখে সাহিত্যে নোবেল পেয়েছেন তিনি। শরণার্থীদের উপর ঔপনিবেশিকতার প্রভাব এবং তাদের ভাগ্য নিয়ে নিয়ে উপন্যাস লিখেছিলেন তিনি। নোবেল কমিটির পক্ষ থেকে নাম ঘোষণা করে বলা হয় যে, তাঁর লেখা উপন্যাস রীতিমত প্রভাব ফেলেছে সমাজে। গাল্ফ অঞ্চলের শরণার্থীদের সমস্যা ও তাঁদের সংস্কৃিত তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। সেখানকার মানুষের খবর গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন তিনি। এতদিন অনেকেই জানতেন না তাঁদের কথা। আবদুলরাজাক গুনরাহর লেখা উপন্যাসের নাম 'অলটারনেটিভ', ২০২০ সালে এটি প্রকাশ হয়।
সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি
অমর একুশে বইমেলায় এবার প্রায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমির বই এক কোটি ২৭ লক্ষ টাকার। এবার বইমেলায় মোট বই প্রকাশ হয়েছে তিন হাজার ৪১৬টি। এর মধ্যে মানসম্পন্ন বই নির্বাচিত হয়েছে ৯০৯টি, যা পুরো বইয়ের ২৬ ভাগ। গত ১৭ মার্চ অমর একুশে বইমেলার শেষ দিনে এক প্রতিবেদনে বইমেলা আয়োজক কমিটি এসব তথ্য জানান।
Leave a Reply
Your identity will not be published.