ধর্ষণের মতো অপরাধ প্রতিনিয়ত ঘটছে বিশ্বে। ভারতের অবস্থা শোচনীয়। বিবেকবান মানুষমাত্রই এর প্রতিকার নিয়ে চিন্তিত। এ অবস্থায় দেশটিতে একটি বিজ্ঞাপনচিত্র নিয়ে তোলপাড় চলছে। এটি ধর্ষণ সংস্কৃতিকে উস্কে দিচ্ছে বলে মনে করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আকতার, রিচা চাড্ডা প্রমুখ।
'শট' নামে পারফিউম ব্র্যান্ডের একটি বিজ্ঞাপন সম্প্রতি লাইমলাইটে এসেছে। অনেক সেলিব্রেটি, যারা বিজ্ঞাপনটি দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় গিয়ে এর নিন্দা করেছেন এবং এটিকে ধর্ষণ সংস্কৃতির একটি 'জঘন্য প্রচার' বলে অভিহিত করছেন। এই তিনজনের পাশাপাশি স্বরা ভাস্কর, সোনা মহাপাত্র প্রমুখ বিজ্ঞাপনটির কঠোর সমালোচনা করছেন।
৫ জুন প্রিয়াঙ্কা চোপড়া টুইটারে বিজ্ঞাপনটি প্রসঙ্গে লিখেছেন, 'লজ্জাজনক এবং ঘৃণ্য। এই কমার্শিয়াল সবুজ সংকেত পেতে কত স্তরের ছাড়পত্র লেগেছে! কতজন মানুষ ভেবেছিল এটা ঠিক আছে? আমি খুব খুশি যে, এখন মন্ত্রণালয় এটিকে নামিয়ে দিয়েছে। ভয়ঙ্কর!'
অন্যদিকে, ফারহান আখতার এর প্রতিবাদে লিখেছেন 'লজ্জাজনক।'
দ্য স্কাই ইজ পিঙ্ক-এর তারকাদের পাশাপাশি অভিনেত্রী রিচা চাড্ডা লিখেছেন, 'এই বিজ্ঞাপনটি কোনো দুর্ঘটনা নয়। একটি বিজ্ঞাপন তৈরি করতে, একটি ব্র্যান্ড সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভিন্ন ধাপের মধ্য দিয়ে যায়। ক্রিয়েটিভ, স্ক্রিপ্ট, এজেন্সি, ক্লায়েন্ট, কাস্টিং... সবাই কি ধর্ষণকে একটি রসিকতা মনে করে? উদ্ঘাটনমূলক ! এই ব্র্যান্ড, যে এজেন্সি এই বিজ্ঞাপনটি তৈরি করেছে তাদের নোংরামির জন্য মামলা করা দরকার।'
একই মত প্রকাশ করেছেন স্বরা ভাস্কর, "হায়দ্রাবাদে একজন কিশোরী মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল- ভারতে এই ধরনের ঘটনা প্রতিদিনই ঘটে। লেয়ার শট-এর মতো কোম্পানিগুলি টিভি বিজ্ঞাপনগুলিকে মজার এবং 'কুল-ফাইং' ধর্ষণ এবং গণধর্ষণ করতে বেছে নেয়। একেবারে লজ্জাজনক! কোন সংস্থা এটি তৈরি করেছে?"
গায়িকা সোনা মহাপাত্র, যিনি সর্বদা পিতৃতন্ত্রের নিয়মের বিরুদ্ধে কথা বলেন, তিনি লিখেছেন, 'থিম- গণধর্ষণ। আমি এখানে আমার টুইটার টাইমলাইনে এটি দেখার পরে অবাক হচ্ছি এবং ভাবছি যে তাদের অতিরিক্ত প্রচার দেওয়া আরও খারাপ হবে।'
Leave a Reply
Your identity will not be published.