ঢাকার হোলি আর্টিজানের নৃশংসতা নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ মুক্তি পেতে যাচ্ছে ৩ ফেব্রুয়ারি। আগে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে। বন্ধুত্বের জন্য জীবন দেয়া এক মানবিক তরুণ ফারাজ আইয়াজ হোসেনের নামেই বলিউডের সিনেমাটির নামকরণ করা হয়েছে।
হোলি আর্টিজান বেকারিতে নৃশংস ঘটনাটি ঘটে ২০১৬ সালের ১ জুলাই। জঙ্গিদের ভয়াবহ হামলায় সেদিন মৃত্যুবরণ করতে হয়েছিলো অনেককেই। তবে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেনকে জীবন বাঁচানোর সুযোগ দিয়েছিলো হামলাকারীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে অবস্থিত ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাজ তখন গ্রীষ্মকালীন ছুটিতে ঢাকায় অবস্থান করছিলেন। প্রাণ বাঁচানোর সেই সুযোগ উপেক্ষা করে দুই বন্ধু অবিন্তা কবির ও তারিশি জৈনের পাশে দাঁড়িয়েছিলেন এই তরুণ। ফলে বন্ধুদের সঙ্গে মৃত্যুকে বরণ করে নিতে হয় তাকেও। একদিকে বন্ধুত্বের এই মহান আত্মত্যাগ অন্যদিকে তরুণদের সহিংসতায় জড়ানোর বিষয়টি নিয়ে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ নির্মাণ করেছে ‘ফারাজ’ সিনেমাটি। এর পরিচালক হংসল মেহতা। প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।
সম্প্রতি সিনেমাটির পরিচালক হংসল মেহতা এক বিবৃতি দিয়ে তরুণদের সহিংসতায় জড়ানো এবং সহিংসহার বিরুদ্ধে তরুণদেরই সাহস নিয়ে যে দাঁড়ানোর প্রয়োজন সে বিষয় সিনেমায় উঠে এসেছে তা জানান।
সিনেমাটি নিয়ে প্রযোজক অনুভব সিনহাও তাঁর অনুভূতি ব্যক্ত করে জানিয়েছেন যে, এই সুন্দর গল্পগুলো বলা কতটা প্রয়োজন। আর ঘটনাটি সুন্দরভাবে সিনেমায় তুলে ধরার জন্য পরিচালকের প্রশংসাও করেন তিনি।
যদিও এর আগে বহির্বিশ্বে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমর্যাদা ও সুনাম নষ্ট করবে বিধায় চলচ্চিত্রটি নির্মাণে আপত্তি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলো বাংলাদেশের অবিন্তা কবির ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মিতি সানজানা। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ, চলচ্চিত্র নির্মাতা ভূষণ কুমার, হংসল মেহতা, প্রযোজক অনুভব সিনহাকে এ নোটিশ দেয়া হয়েছিলো। নোটিশ প্রাপ্তির পরও যদি এ ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ বন্ধ না করা হয় তাহলে ভারতীয় আদালতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়েও জানানো হয়েছিলো।
বলিউডের এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ে রয়েছেন জাহান কাপুর। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের চাচাতো ভাই। এ ছাড়া আছেন পরেশ রাওয়ালের পুত্র আদিত্য রাওয়াল। দুজনেরই অভিষেক হতে যাচ্ছে এই সিনেমার মাধ্যমে। ছবিটি নিয়ে কারিনা কাপুরও উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছিলেন যে, ‘বাংলাদেশের অবিশ্বাস্য এক সত্য ঘটনা অবলম্বনে সিনোমটি তৈরি হয়েছে। সেই ঘটনায় নায়ক হয়ে ধরা দেয় ফারাজ, যে জীবনের বিনিময়ে অসাধারণ এক মানবিক গুণের পরিচয় দেয়।’
Leave a Reply
Your identity will not be published.