সঞ্চালকের সিটে কাজল ও টুইংকেল

সঞ্চালকের সিটে কাজল ও টুইংকেল

বলিউডের তারকাদের মধ্যে কেউ কেউ অভিনয়ের পাশাপাশি টিভি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও কাজ করেছেন, করছেন যেমন, অভিনেতাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার এবং আয়ুষ্মান খুরানা অন্যদিকে নায়িকাদের মধ্যে রয়েছেন প্রিয়াংকা চোপড়া, দীপকা পাড়ুকোন, আলিয়া ভাট শ্রদ্ধা কাপুর

এবার প্রথমবারের মতো সঞ্চালনার সিটে দেখা যাবে বলিউডের বাবলি গার্ল কাজলকে আর বলিউডের আরেক জনপ্রিয় তারকা টুইংকেল খান্নার সেন্স অব হিউমারের সুনাম তো সবারই জানা এই দুই নায়িকা এবার একসঙ্গে আসছেন অ্যামাজন প্রাইমেরটু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেলশো নিয়ে

আর শোটি প্রচারের আগেই এসেছে দারুণ আলোচনায়টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেলশোটির ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শক দারুণ আগ্রহ প্রকাশ করছে শোটি নিয়ে কারণ এতে কাজল আর টুইংকেলের অতিথির তালিকায় রয়েছেন এই সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত একঝাঁক তারকা সালমান খান, আমির খান থেকে শুরু করে আলিয়া ভাট, করণ জোহর, বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, জাহ্নবী কাপুর, গোবিন্দ, চাংকি পাণ্ডে, ভিকি কৌশল-কে নেই এই অতিথির তালিকায়!

গত ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোয়ের ট্রেলার উন্মোচন হয়ে গেল ট্রেলার উন্মোচনের দিন কাজল টুইংকেলকে প্রাণবন্ত মেজাজে দেখা গেছে সবচেয়ে আলোচনায় ছিল তাদের পরস্পরের আন্তরিক সম্পর্ক মঞ্চে দাঁড়িয়ে টুইংকেল কাজলকে বন্ধু বলতে একেবারেই নারাজ মজার ছলে জানান, “শোতে কাজলকে আমি বোন বলেছি আমরা বন্ধু নই, আমরা বোন আমরা একে অপরকে নিয়ে ঠাট্টা-তামাশা করি, বিদ্রুপও করি, আবার একই সঙ্গে একে অপরকে ভরসা দিই এটাই আমাদের আসল বন্ডিংটুইংকেলের কথা শুনে কাজলও হাসিমুখে তা সমর্থন করেন দুজনের প্রাণবন্ত আড্ডা সেদিনই উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেছে যেটু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেলহবে প্রাণখোলা হাসি-ঠাট্টায় ভরপুর

প্রথমবারের মতো সঞ্চালকের ভূমিকায় কাজল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন,“টুইংকেলের সঙ্গে আমার বন্ধুত্ব বহু পুরোনো আমরা যখনই কথা বলি, পরিবেশ মুহূর্তেই মজাদার হয়ে ওঠে বাস্তবে এই কথোপকথন থেকেই টক শোয়ের আইডিয়া এসেছে আমরা চিরাচরিত টক শোয়ের কাঠামো পুরোপুরি বদলে দিয়েছি টু মাচ হবে খোলামেলা, ভরপুর মজাদার আর এখানে তারকাদের জীবনের সত্যিকারের গল্প উঠে আসবে আমি বিশ্বাস করি, সব প্রজন্মের দর্শক এই অনুষ্ঠান উপভোগ করবেন

শাহরুখ খানের উপস্থিতি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে টুইংকেল হেসে উত্তর দেন, “শাহরুখ আমাদের অনুষ্ঠানে এসেছিল আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু উত্তর না দিয়েই বাথরুমে চলে যায় এতে আমরা হতাশ হয়েছিলাম পরে ওর কাটআউট এনে অনুষ্ঠানে রেখেছিলামকথার মাঝেই সবাই হেসে ওঠেন

অতিথিদের মধ্যে সবচেয়ে বিনোদন দিয়েছেন গোবিন্দা কথা অকপটেই জানিয়েছেন কাজল তার মতে,  “গোবিন্দা বস গোবিন্দা তিনি এক ট্রেন্ড, এক আইকন তার নাচ এখনো সবার প্রিয় অন্য সবাই অসাধারণ ছিলেন, কিন্তু গোবিন্দা ছিলেন অনন্য

উল্লেখ্য, ওটিটি থেকে বড়পর্দা, সবই এখনো সমান দাপটে সামলাচ্ছেন কাজল অন্যদিকে টুইংকেল খান্না অনেক আগেই অভিনয় থেকে বিদায় নিয়েছেন দুই প্রজন্মের দর্শকের কাছে সমান জনপ্রিয় এই দুই নায়িকার নতুন শো ঘিরে দর্শকের আগ্রহ স্পষ্ট আগামী ২৫ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে শুরু হবেটু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল প্রতি বৃহস্পতিবার প্রচার হবে নতুন পর্ব

Leave a Reply

Your identity will not be published.