শাহবাগ।। জব্বার আল নাঈম

শাহবাগ।। জব্বার আল নাঈম

জব্বার আল নাঈম
শাহবাগ

হে আমার রাজপথের বন্ধু,
তুমি কখনোই ঘুমোতে পারো নি, পারবেও না
তোমার বাগান কখনোই ঘুমায় না
বিশ্ববিদ্যালয় ঘুমায় না
হাসপাতাল ঘুমায়
ছবির হাট ঘুমায় না
অবিচল দাঁড়িয়ে থাকে টিএসসি
রাজু ভাস্কর্যের সম্মুখ।

তোমার দিকে প্রতিমুহূর্তে তাকিয়ে থাকে কোটি কোটি চোখ
আটষট্টি হাজার গ্রাম
লোকায়ত নদী
রাজনৈতিক ও অরাজনৈতিক দল
সামরিক ও বেসামরিক বাহিনী
চাকরিজীবী ও ব্যবসায়ী
পিয়ন ও আমলা
কবি, শিক্ষক কিংবা তুখোড় সাংবাদিক।

শাহবাগ, কোনোদিন ভেবেছ কত উচ্চতায় ছায়া ফেলতে পারো তুমি?
ভাবো, হে আমার রাজপথের বন্ধু, 
তুমি কখনোই ঘুমাতে পারো নি, পারবেও না।
কারণ, এখানে বিপ্লব ও বিদ্রোহের গুরু কবি কাজী নজরুল চিরজাগ্রত থাকে...
তাই বিপ্লব প্রতিনিয়ত উজ্জীবিত হয়।

Leave a Reply

Your identity will not be published.