ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মনজুরুল ইসলামকে নিয়ে স্মরণ সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মনজুরুল ইসলামকে নিয়ে স্মরণ সভা

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের স্মরণে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন একাধারে শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, শিল্প সমালোচক এবং গবেষক।

উক্ত স্মরণ সভায় বক্তব্য প্রদান ও স্মৃতিচারণ করেন, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন, অনুবাদক-সমালোচক এবং শিক্ষাবিদ কায়সার হক, ঢাবি’র আর্টস ফ্যাকাল্টির ডিন ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ফিরদাউস আজিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, অধ্যাপক ফকরুল আলম, অধ্যাপক আনোয়ার হোসেন, কবি ও দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, পাক্ষিক অন্যদিন-এর সম্পাদক ও অন্যপ্রকাশ-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অধ্যাপক তাসনিম সিরাজ মাহমুদ এবং অধ্যাপক তাহমিনা আহমেদ।

এছাড়া বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আরও কয়েকজন।

Leave a Reply

Your identity will not be published.