নোবেল ও রাখালের গল্প...

নোবেল ও রাখালের গল্প...

নোবেল মানেই সমালোচনা। ক্যারিয়ার ঠিকভাবে শুরু হতে না হতেই সমালোচনার জন্ম দিয়েছেন একের পর এক। ফলাফল, ভক্ত-দর্শক-শ্রোতা সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন। সেই নোবেল দ্বিতীয়বারের মতো ক্ষমা চেয়ে আবার ফিরতে চাইছেন সংগীতাঙ্গনে। কেউ কেউ তাকে স্বাগত জানালেও, এই মর্মে, অনেকেরই মনে পড়ার কথা মিথ্যেবাদী রাখালের গল্পটা...

দীর্ঘ বিরতির পর আবার গণমাধ্যমে উঠে আসছে গায়ক মাইনুল আহসান নোবেলের নাম। একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন, রিহ্যাব থেকে নেশামুক্ত হয়ে গানে ফিরতে শুরু করেছেন। শাকিব খান অভিনীত 'দরদ'-এ তার কামব্যাক সং থাকছে। আরও কিছু নতুন গান ও অভিনয় নিয়ে দর্শকমনে জায়গা করে নিতে তিনি প্রস্তুত। 

অতীতের কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করেছেন নোবেল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির চেষ্টা করছেন। সেখান থেকেই জানা গেল, নভেম্বরে একাধিক মঞ্চে গান গাইবেন তিনি। একাধিক সাক্ষাৎকারে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন দর্শক-ভক্তদের কাছে। অকপটে স্বীকার করেছেন যে, অতি অল্পতেই আকাশছোঁঁয়া জনপ্রিয়তা পেয়ে সেটা ধরে রাখতে পারেননি তিনি। একান্ত কৌতুহলের বশেই নেশার জগতে পা রেখেছিলেন।

এসবের পাশাপাশি নোবেল জানিয়েছেন নতুন উপলব্ধির কথা। তিনি বলেন, ‌'নেশার চেয়েও  খারাপ জিনিস হচ্ছে, ভুল মানুষকে বিয়ে করা'। সালসাবিল নামের তরুণীকে বিয়ে ও তার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে এমনটাই মনে করেন তিনি। এদিকে সালসাবিল কী মনে করছেন, জানা গেল সেই কথাও। সালসাবিল গণমাধ্যমকে জানিয়েছেন, নোবেল এখনও নেশামুক্ত নয়। এসবই তার বানোয়াট কথা। সে আগের মতোই আছে। 

ওপার বাংলার জনপ্রিয় রিয়্যালিটি ‘সা রে গা মা পা’য় একের পর এক ধামাকা পারফরম্যান্স উপহার দিয়ে ২০১৮ সালে আলোচনায় আসেন মাইনুল আহসান নোবেল। অল্প সময়েই পান খ্যাতি। কিন্তু তা বেশি দিন স্থায়ী হয় নি মাদকসেবন, নারী কেলেংকারি, অসদাচরণ ও মিথ্যাচারের কারণে। 

নোবেল কি আবার তার অবস্থান ফিরে পাবেন? নাকি ঈশপের গল্পের সেই রাখাল বালকের মতো আবারও মিথ্যার আশ্রয় নেবেন এই মেধাবী গায়ক? 

Leave a Reply

Your identity will not be published.