গত ১৪ ডিসেম্বর ছিল নন্দিত নির্মাতা শ্যাম বেনেগালের জন্মদিন। ৯০ বছর পূর্ণ করেছিলেন তিনি। আজ (২৪ ডিসেম্বর) এল প্রয়াণের খবর। ভারতীয় চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল মারা গেছেন।
সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় বেনেগালের। তাঁর বয়স হয়েছিল ৯০। বেনেগালের মৃত্যুর কথা ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন পরিচালকের মেয়ে পিয়া বেনেগাল। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়া কিডনি–সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর।
১৪ ডিসেম্বর জন্মদিনের দিনটি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছিলেন পরিচালক। জন্মদিনের অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন অভিনেতা কুলভূষণ খরবন্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজ়মি, রজিত কপূর, অতুল তিওয়ারি। ছিলেন শশী কপূরের পুত্র কুণাল কপূরও।
শারীরিক অসুস্থতায় জর্জরিত, তবুও কাজের মধ্যেই ছিলেন শ্যাম বেনেগাল। সপ্তাহে তিন দিন ডায়ালিসিস-এর জন্য হাসপাতালে যেতে হত তাঁকে। কিন্তু ছবির কাজ থামেনি তাতেও। ২০২৩-এ মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’।
শ্যাম বেনেগালকে ১৯৭০ থেকে ১৯৮০–এর দশকের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন মনে করা হয়। তাঁর সিনেমা যেমন শৈল্পিক আবেদনের জন্য সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে, তেমনি আলোচিত হয়েছে সাধারণ দর্শকের কাছেও। নিজেদের সিনেমায় বরাবরই ভারতীয় সমাজ নিয়ে বার্তা দিয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ প্রভৃতি।
Leave a Reply
Your identity will not be published.