টালিউডে পরীমণির অভিষেক

টালিউডে পরীমণির অভিষেক

ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে এ দেশের বহু নায়িকাই অভিনয় করেছেন। ববিতা, চম্পা, রোজিনা, অঞ্জু ঘোষসহ এ সময়ের কয়েক অভিনেত্রী। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।   

নিকট অতীতে টালিউডে অভিনয় করেছেন মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মীম, মিথিলা, আজমেরী হক বাঁধন ও তাসনিয়া ফাহিন। জয়া আহসান তো যাওয়া-আসার মধ্যেই রয়েছেন। তিনি সেখানে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। পুরস্কৃতও হয়েছেন। বলিউডের চলচ্চিত্রেও তার অভিষেক হয়েছে। এবার চিত্রনায়িকা পরীমণি পশ্চিমবঙ্গের সিনেমায় পা রেখেছেন। ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছে দেবরাজ সিনহা পরিচালিত ছবি ‘ফেলুবক্সী’, যেখানে পরীমণি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে ছবিটির মুক্তির দিন কলকাতায় উপস্থিত থাকতে পারেননি তিনি, কারণ ভিসা জটিলতা।

এ বিষয়ে পরীমণি জানান, ‘দুর্ভাগ্যবশত কলকাতায় যেতে পারিনি। আমি ২২ দিন সেখানে থাকার পরিকল্পনা করেছিলাম, তবে শেষ পর্যন্ত উপস্থিত হতে পারিনি। আশা করি ছবির দর্শকদের সঙ্গে ভালো সময় কাটাতে পারব।’

পরীমণি ‘ফেলুবক্সী’ ছবির সহশিল্পী সোহম চক্রবর্তীর প্রসঙ্গেও কথা বলেন। তিনি সোহমকে একজন অসাধারণ অভিনেতা এবং দয়ালু ব্যক্তি হিসেবে অভিহিত করেন। ‘তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। সোহমের সঙ্গে অভিনয় দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।’

অন্যদের প্রশংসা করে পরীমণি বলেন, ‘তাদের সঙ্গে কাজ করতে অনেক ভালো লেগেছে। বিশেষ করে, যখন আমি শুটিং করছিলাম, তখন আমার পুত্র বেশ ছোট ছিল। সবাই আমাকে অনেক যত্নে রেখেছিল।’

‘ফেলুবক্সী’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সিনেমার গল্পটি তিনটি হত্যাকাণ্ডকে ঘিরে আবর্তিত, যেখানে পরীমণির চরিত্র (লাবণ্য) গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। রহস্যময় এই ছবিতে দর্শকরা জানতে পারবেন, পরীমণির চরিত্রের সঙ্গে এই হত্যাকাণ্ডগুলো জড়িত কিনা। ছবিতে সোহম চক্রবর্তী ( ফেলুবক্সী) ও মধুমিতা সরকারের (রেডিও জকি দেবযানী) সঙ্গে অভিনয় করেছেন পরীমণি, এবং তার চরিত্রটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

Leave a Reply

Your identity will not be published.