এশরার লতিফের উপন্যাস নক্ষত্র-নূপুর (দ্বিতীয় খণ্ড) আসছে প্রিন্ট ও অনলাইন ভার্সনে

এশরার লতিফের উপন্যাস নক্ষত্র-নূপুর (দ্বিতীয় খণ্ড) আসছে প্রিন্ট ও অনলাইন ভার্সনে

এশরার লতিফের একটি উল্লেখযোগ্য উপন্যাস ‘নক্ষত্র-নূপুর’। এই উপন্যাসে একই সঙ্গে ধারণ করা হয়েছে রুশ বিপ্লবী এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া  বাঙালি বিপ্লবীদের প্রেম ও বিপ্লবের কাহিনি এবং এই দুই ভূখণ্ডের বিপ্লবীদের আন্তঃসম্পর্ক। বিপ্লবীদের প্রেমিকাদের ভূমিকাও চিহ্নিত ও চিত্রিত হয়েছে। লেখাটির প্রথম খণ্ডের কাহিনি শেষ হয়েছে ১৯১৪-১৫ সালে। এবং এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ২০২৩ সালে। দ্বিতীয় খণ্ড ধারাবাহিকভাবে ছাপা হবে ‘অন্যদিন’-এর আগামী সংখ্যা থেকে। এই খণ্ডের গল্প আরম্ভ হয়েছে ১৯১৪ সালের রাশিয়ায় আর শেষ হয়েছে ১৯২১-২২ সালে গিয়ে। দ্বিতীয় খণ্ড জুড়ে আছে বাঙালি বিপ্লবীদের, বিশেষ করে এম এন রায় এবং বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিশ্বজুড়ে পদচারণা এবং তাদের ব্যক্তিগত সম্পর্কের উত্থানপতনের গল্প। সেই কাহিনির সমান্তরালে উপন্যাসটি ধারণ করেছে রুশ বিপ্লব এবং তার পূর্ববর্তী সংগ্রামের সময়, সেই সঙ্গে প্রেম ও রাজনীতির পটভূমিতে লেনিনের সাথে তার স্ত্রী নাদিয়া এবং প্রেমিকা ইনেসার সম্পর্কের রসায়ন।

 

Leave a Reply

Your identity will not be published.