তাঁর পৈতৃক ভিটা বাংলাদেশের মেহেরপুরে। দেশবিভাগের পরে তাঁর বাবা ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে বসবাস করতে থাকেন। সেখানেই জন্ম তাঁর। টিন এজ বয়সে তাঁর বিয়ে হয়, সাংবাদিক ও চলচ্চিত্রকার অজয় বিশ্বাসের সঙ্গে। এই বিয়েটা অবশ্য বেশি দিন টিকে নি। পরে তিনি বিয়ে করেন বলিউডের প্রথিতযশা চলচ্চিত্রকার, কবি ও গীতিকার গুলজারকে। হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে সুনামও অর্জন করেন। তাঁর একমাত্র সন্তান মেঘনা গুলজার প্রখ্যাত চলচ্চিত্রকার।
তিনি রাখি মজুমদার ওরফে রাখি গুলজার। চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে ১৯৬৭ সালে, ‘বধূবরণ’ চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৮৪ সালে অপর্ণা সেন পরিচালিত ‘পরমা’য় নাম ভূমিকায় অভিনয় করে তিনি সাড়া জাগান এবং বিএফজেএ পুরস্কার লাভ করেন। তিনি বাংলা চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ (২০০৩) এবং গৌতম হালদারের ‘নির্বাণ’ (২০১৯) ছবিতে। ছয় বছর পরে আবার তাঁর অভিনীত বাংলা চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এ ছবিটির নাম ‘আমার বস’। ছবিতে রাখি গুলজার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, আর তাঁর ছেলের ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদকে।
জানা গেছে, ‘আমার বস’ ছবিতে অভিনয়ের সময় রাখি গুলজার ইউনিটের সবাইকে আপন করে নিয়েছিলেন। সবার ‘দিদি হয়ে উঠেছিলেন। বিশেষ শিবপ্রসাদের। কেননা শিবপ্রসাদ ওরফে শিবুর মাঝে তিনি দেখেছিলেন নিজের প্রয়াত ছোটভাই শিবুর ছায়া। তাই তিনি যেমন অভিনেতা-পরিচালক শিবপ্রসাদকে শাসন করেছেন, আবার কাছে বসিয়ে বাঙালি খাবার রেঁধে খাইয়েছেনÑখিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা, চাটনি...।
বলা যায়, রাখি মনেপ্রাণে বাঙালি। মুম্বাইতে বাস করলেও তাঁর মাঝে এখনো বজায় রয়েছে বাঙালিয়ানা। এ প্রসঙ্গে শিবপ্রসাদ মুখার্জির ভাষ্য হচ্ছে : “আমরা বাঙালিয়ানা নিয়ে অনেক কথা বলি। এখনো চৈত্র সেলে দরদাম করে নতুন পোশাক, ঘর সাজানোর জিনিস কিনি। পয়লা বৈশাখ এলে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ মনে পড়ে। বাংলা সাল কত জনের মনে থাকে ? বলিউডে বসে রাখিদি আমাদের সকলের থেকে বেশি বাঙালি। ওঁর পোশাকে, কথা বলার ভঙ্গিতে, খাওয়াদাওয়ায়, ভাবনায়, পুজো-অর্চনায়Ñশুধুই বাঙালিয়ানা।”
খাঁটি বাঙালি রাখি গুলজারের নতুন চলচ্চিত্র ‘আমার বস’। ছবিতে রাগী বস হিসেবে দেখা যাবে শিবপ্রসাদ মুখার্জিকে। অবশ্য বাড়িতে ছেলের বস তার মা রাখি গুলজার। একসময় ছেলের অফিসে কর্মচারী হিসেবে যোগ দেন রাখি। উদ্দেশ্য ছেলের রাগী মেজাজের বদল ঘটানো। সেই কাজে তিনি কতটা সফল হন, সেটিই দেখা যাবে ‘আমার বস’ ছবিতে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৯ মে।
Leave a Reply
Your identity will not be published.