স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের কথা কে না জানে ? এই প্রতিষ্ঠানের ফেসবুক গ্রুপের সূচনা হয়েছিল কয়েক বছর আগে। এখন এটি এক লক্ষ সদস্যের একটি পরিবার। এটি একটি মাইলফলক। আর এই অভূতপূর্ব অর্জনের পেছনে গ্রুপটির এডমিন, মডারেটর এবং সদস্যদের তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে।
বিষয়টি জমকালোভাবে উদ্যাপনের প্রয়াসে গতকাল ১২ জুলাই, শনিবার, সন্ধ্যায় রাজধানীর পান্থপথস্থ অন্যপ্রকাশের প্রধান কার্যালয়ে একটি আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অন্যতম পরিচালক সিরাজুল কবির চৌধুরী, অন্যপ্রকাশের সহযোগী প্রতিষ্ঠান পাক্ষিক ‘অন্যদিন’-এর সহকারী সম্পাদক মোমিন রহমান এবং অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের এডমিন ও মডারেটরবৃন্দ।
ছিলেন কথাসাহিত্যিক রুহুল আমিন, কবি এস এম সোলায়মান কাজল, অনামিকা নেওয়াজ ও বীথি রহমান এবং গল্পকার মোঃ নাহিদ পারভেজ। যুক্তরাজ্য থেকে এসেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক এশরার লতিফ। সুদূর আমেরিকা থেকে ভিডিও কলে যুক্ত হয়েছিলেন অন্যপ্রকাশ ফেসবুক গ্রুপের অন্যতম এডমিন কথাসাহিত্যিক ও নির্মাতা ফরহাদ হোসেন।
আড্ডা, কেককাটা ও নৈশভোজের মাধ্যমে এই আনন্দঘন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই অন্যপ্রকাশের ফেসবুক গ্রুপ এক মিলিয়ন সদস্যের পরিবারে পরিণত হবে।
Leave a Reply
Your identity will not be published.