প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলায় 'Trifling Tales’ -এর মোড়ক উন্মোচন
সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোড়ক উন্মোচন হলো হাসানুজ্জামান রিপনের রম্যগ্রন্থ 'Trifling Tales' -এর। হাসানুজ্জামান রিপন একজন স্বনামধন্য বিচারক। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
হাসানুজ্জামান রিপনের রম্যগ্রন্থ 'Trifling Tales’-এ তুলে ধরা হয়েছে মানুষের প্রাত্যহিক জীবনের এমন সব খুচরো ঘটনা, যেগুলোর কোনো সারবত্তা থাকে না। কিন্তু হাসানুজ্জামান রিপন সুন্দর ও সাবলীল ভাষায় সেগুলো তুলে ধরেছেন বলে পাঠকদের মন কাড়ে। তাদের আপ্লুত করে। তারা প্রতিদিনের সমস্যাজর্জরিত জীবনের মাঝে কিছুক্ষণের জন্যে হাসে। বলা যায়, এই সময়ে মানুষ হাসানোর মতো, মানুষকে আনন্দিত করার মতো কঠিন ও মহার্ঘ কাজটিই করেছেন হাসানুজ্জামান রিপন। উল্লেখ্য, 'Trifling Tales’ হলো হাসানুজ্জামান রিপনের রম্যগ্রন্থ ‘বলাই বাহুল্য’-এর অনুবাদ। ইংরেজিতে এটি অনুবাদ করেছেন সুপরিচিত অনুবাদক, সম্পাদক, ও লেখক নাদিরা ভাবনা।
'Trifling Tales’ -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক হাসানুজ্জামান রিপনকে সংবর্ধনাও প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএরপির মেয়র মিশেল ফোরকেড। এছাড়া উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, আরবিদাহ এইট এহিকিটোনে (কাউন্সিলার), আলেক্সান্দ্রা রোসিনস্কি (ফটোগ্রাফার) জিন্নুরাইন জায়গীরদার, ফৌজিয়া খাতুন রানা, রবিশংকর মিত্র, সিকুয়া বাঙালি এসোসিয়েশনের সভাপতি সুরুপ সুদিয়াল, আয়েবা’র ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিমসহ অনেকে।
'Trifling Tales’ -এর প্রকাশক অন্যপ্রকাশ। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের বরাত দিয়ে জানানো হয়েছে, বইটি ইতিমধ্যে রকমারি ডট কমসহ বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
Leave a Reply
Your identity will not be published.