চ্যানেল আইতে আসছে নতুন অনুষ্ঠান ‘ছোটদের কৃষি’। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’-এ নতুন সংযোজন হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি। কৃষিনির্ভর বাংলাদেশে প্রজন্ম থেকে প্রজন্ম কৃষি নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের কৃষক। কৃষি এখন ফসলের মাঠ থেকে শহরের অট্টালিকার ছাদে চলে এসেছে।
নতুন এই অনুষ্ঠান সম্পর্কে নির্মাতা শাইখ সিরাজ বলেন, “শহর গ্রামের শিশু-কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করতেই ‘ছোটদের কৃষি’ অনুষ্ঠান। বর্তমান সময়ে অনলাইন আসক্তি কমিয়ে এনে নতুন প্রজন্মকে ফলজ গাছপালা এবং ফসলের প্রতি আগ্রহী করার জন্য এই প্রয়াস।” শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ছোটদের কৃষি’ প্রচার হবে আজ থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা ৫ মিনিটে, ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানে ছাদ কৃষির পর।
Leave a Reply
Your identity will not be published.