প্রকাশিত হলো ড. এম. মারুফ হোসেনের গ্রন্থ AI Success Beyond Perfect Data: Bridging enterprise AI strategy with agentic, data-driven LLM pipelin.
অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ড. এম. মারুফ হোসেন। যিনি ইউনিভার্সিটি অব মেলর্বোন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই-এর ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি পেশাগতভাবে ডেটা সাইন্স লিডার এবং অ্যাডভান্স অ্যানালাইটিক কনসালটেন্ট, যার এক্ষেত্রে দুই যুগের বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
গতকাল, ৬ ডিসেম্বর, প্রকাশিত হয়েছে ড. এম. মারুফ হোসেনের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা-বিষয়ক গ্রন্থ AI Success Beyond Perfect Data: Bridging enterprise AI strategy with agentic, data-driven LLM pipelines.৪১৮ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে ভারতের বিখ্যাত আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা BPB Publications.
এই বইটি তাদেরই দরকার যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আগ্রহী ডেটা লিডার; যারা নিজেদের প্রতিষ্ঠানে ডেটাভিত্তিক কৌশল এবং এআই বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। ডেটা সায়েন্টিস্ট ও আইটি পেশাজীবীরাও এই বইটি পড়ে উপকৃত হবেন, বিশেষত যারা কৌশল ও তা বাস্তবায়নের মাঝে সেতুবন্ধন গড়তে চান।
আমরা জানি, বর্তমান বিশ্বে আধুনিক প্রতিষ্ঠানের উদ্ভাবনের মূল স্তম্ভ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। তবে একটি বড় ভুল ধারণা হলো, এআই সফল করতে হলে ডেটা অবশ্যই নিখুঁত হতে হবে। এই বই সেই ধারণাকে চ্যালেঞ্জ করে দেখায় যে—অগোছালো, অসম্পূর্ণ কিংবা ক্রমাগত পরিবর্তিত ডেটা নিয়েও এআই-এ সফল হওয়া সম্ভব।
এই বইটিতে ডেটা সায়েন্স, অটোমেশন ও জেনারেটিভ এআই ব্যবহারের জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রদান করা হয়েছে। বইটি শুরু হয় ডেটা সায়েন্স উৎকর্ষতার মূলনীতি দিয়ে, যেখানে বলা হয়েছে—বিদ্যমান ডেটা থেকেও কীভাবে মূল্য ও অন্তর্দৃষ্টি বের করা যায়। এরপর আসে অটোমেশন, নৈতিক এআই প্রয়োগ ও দল পরিচালনার আলোচনা। শেষে রয়েছে জেনারেটিভ এআই-এর ব্যবসায়িক সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং Large Language Models (LLM) তথা বৃহৎ ভাষা মডেলকে কীভাবে প্রচলিত এআই পদ্ধতির সাথে ভারসাম্য রেখে ব্যবহার করতে হয়, সেই সম্পর্কে আলোচনা। পুরো বইজুড়ে রয়েছে ব্যবহারিক ফ্রেমওয়ার্ক, বাস্তব উদাহরণ এবং সাফল্যের পরিমাপক।
বইটির শেষে পাঠকরা একটি স্পষ্ট ও কার্যকরী কৌশল পাবেন, যা তাদের যে- কোনো ডেটা অবস্থা নিয়েই পরিমাপযোগ্য এআই ফলাফল অর্জনে সাহায্য করবে। এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এআই-এর মাধ্যমে উদ্ভাবন ও ব্যবসায়িক রূপান্তর ঘটাতে সাহায্য তথা দিকনির্দেশনাও প্রদান করে।
এই বইটি থেকে পাঠকেরা যা শিখবেন: নিখুঁত মানের ডেটা ছাড়াই কীভাবে এআই বাস্তবায়ন করা যায়; সাংগঠনিক বিভাজন দূর করার ব্যবহারিক কাঠামো; অটোমেশন ও জেনারেটিভ এআই-এর নৈতিক দিক; ডেটা সায়েন্স দল গঠন ও স্কেল করার নেতৃত্বমূলক অন্তর্দৃষ্টি; ভবিষ্যদ্বাণীমূলক এআই এবং LLM -এর মধ্যে কার্যকর ভারসাম্য তৈরি।
আগ্রহী পাঠকেরা, যারা এই বইটি সংগ্রহ করতে চান, তারা বাংলাদেশ থেকে বইটির ই-সংস্করণ ১৯.৯৫ ডলারের বিনিময়ে সংগ্রহ তথা কিনতে পারবেন, অ্যামাজন পাবলিশিং থেকে। অন্যদিকে প্রিন্ট কপি কিনতে চাইলে দ্বারস্থ হতে হবে ভারতের BPB Publications -এর। এক্ষেত্রে ৩৯.৯৫ ডলার খরচ করতে হবে।
শুরুতেই উল্লেখ করা হয়েছে যে, এই বইটির লেখক ড. এম. মারুফ হোসেন, অস্ট্রেলিয়া প্রবাসী, বাংলাদেশের সন্তান। তাঁর এই কৃতিত্বে সংগত কারণেই আমরা গর্ব বোধ করছি। আরেকটি কথা, বইটির বাংলা অনুবাদ শিগগিরই পাঠকেরা পড়তে পারবেন। এই অনুবাদগ্রন্থটি ‘অন্যপ্রকাশ‘ থেকে প্রকাশিত হবে।
Leave a Reply
Your identity will not be published.