মাকসুদা আকতার প্রিয়তি। আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। ২০১৪ সালে মিস আয়ারল্যান্ড খেতাব অর্জনকারী ডাবলিনে বসবাস করা প্রিয়তির জীবনের দুটি স্বপ্ন ছিল— একজন সফল বৈমানিক এবং টপ মডেল হওয়া। এই দুটি স্বপ্ন সত্যি হয়েছে। এখন তিনি নতুন একটি স্বপ্নে বিভোর।
প্রিয়তি একজন সিঙ্গেল মাদার। দশ এবং এগারো বছরের দুটি সন্তান আছে তার। আবরাজ ও মৌমিরা। তাদের ভালোভাবেই মানুষ করছেন তিনি। অন্যদিকে প্রিয়তি আইরিশ এক ব্যবসায়ীর ব্যক্তিগত বিমানের অন্যতম পাইলট হিসেবে কর্মরত আছেন। আর মডেলিং তো করছেনই। এতসব কিছু সামলানো প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘আসলে যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারলেই সাফল্য আসে। আমি আমার কাজের জায়গায় সৎ ও পরিশ্রমী। যখন যে ভূমিকায় থাকি, সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
হ্যাঁ, কথাটি সত্যি। তাই তো সম্প্রতি সেরা মডেল হিসেবেও পুরস্কৃত হয়েছেন প্রিয়তি। কান চলচ্চিত্র উৎসব চলার সময় সবসময় সেখানে নানারকম আয়োজন থাকে। এবারেও তার ব্যতিক্রম হয় নি। ৭৪তম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার সময় সমুদ্রপারের সেই শহরের একটি অন্যতম আয়োজন ছিল ব্রিটিশ সাময়িকী ইন্টেগ্রিটির ‘দ্য ২০২১ কানস ডিজাইনার শোকেস অ্যান্ড অ্যাওয়ার্ডস’। এ আয়োজনে ‘টপ মডেল’ পুরস্কার জিতেছেন প্রিয়তি।
মনের মাঝে লালন করা প্রিয়তির দুটি স্বপ্নই সত্যি হয়েছে। এবার তিনি নতুন একটি স্বপ্নে বিভোর। সেটি হলো, একজন সফল অভিনেত্রী হওয়া। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়তি বলেছেন, ‘দুটি লক্ষ্য পূরণ হওয়ার পর আমি নতুন স্বপ্ন ঠিক করেছি। সফল অভিনেত্রী হতে চাই। যে সাফল্য আমাকে অস্কারের মঞ্চে দাঁড় করাবে। হলভর্তি করতালির মধ্য দিয়ে আমি মঞ্চে উঠব আর আমার সঙ্গে মঞ্চে উঠবে গোটা বাংলাদেশ।’
প্রিয়তির নতুন স্বপ্ন সফল হোক। বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে তার সুপরিচিতি গড়ে উঠুক একজন সফল অভিনেত্রী হিসেবে।
Leave a Reply
Your identity will not be published.