কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য এ বছর স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। দশমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হয় এই পুরস্কার। গত ২ ডিসেম্বর ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক গালা অনুষ্ঠানে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্মানিত করার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন সহ কৃষি বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, গবেষক এবং উন্নয়ন সহযোগীরা।
২০২৫ সালের বিজয়ীরা কৃষি আবাদ, গবেষণা, জলবায়ু অভিযোজন, কমিউনিটি উন্নয়ন এবং নগর কৃষির মতো নতুন ক্ষেত্রগুলোতে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছেন। এ বছর আজীবন সম্মানন পেয়েছেনা প্রফেসর ড. আব্দুল হালিম।
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেনÑসেরা কৃষক নারী: আনোয়ারা খান ডলি, সেরা কৃষক পুরুষ আক্কাস খান, পরিবর্তনের নায়ক আব্দুস সালাম, বছরের সেরা মেধাবী সংগ্রামী নারী পারভীন আক্তার, বছরের সেরা মেধাবী সংগ্রামী পুরুষ আব্দুল গফুর, সেরা কৃষি সাংবাদিক রিয়াজ আহমেদ, সেরা জলবায়ু অভিযোজকÑ বার্সিক (ইঅজঈওক), সেরা ছাদকৃষি উদ্যোক্তা (নতুন বিভাগ): হোসনে আরা, সেরা প্রতিষ্ঠান (গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি)Ñ নেমল্যাব (ঘঊগখঅই), সেরা প্রতিষ্ঠান (সহায়তা ও বাস্তবায়ন): কৃষি বাজার লিমিটেড।
আগামী ১২ ডিসেম্বর, শুক্রবার দুপুর আড়াইটায় চ্যানেল আইতে প্রচার হবে ১০ম স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই আগ্রো অ্যাওয়ার্ডের জাকজমকপূর্ণ গালা অনুষ্ঠান।
Leave a Reply
Your identity will not be published.