কথাসাহিত্যক রাবেয়া খাতুনের জন্মদিনে দুটি অনুবাদ গ্রন্থের প্রকাশ

কথাসাহিত্যক রাবেয়া খাতুনের জন্মদিনে দুটি অনুবাদ গ্রন্থের প্রকাশ

আজ ২৭ ডিসেম্বর প্রখ্যাত লেখক রাবেয়া খাতুনের ৯০তম জন্মবার্ষিকী। কথাসাহিত্যিক হিসেবে রাবেয়া খাতুনের পরিচিতি ব্যাপক। খ্যাতিমান এই প্রয়াত লেখকের উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি, কিশোর উপন্যাস, স্মৃতিকথাসহ চলচ্চিত্র ও নাট্য জগতেও বিচরণ ছিল। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত হয়েছে জনপ্রিয় একটি চলচ্চিত্র। ‘মধুমতি’ এবং ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ও প্রশংসিত হয়েছে সব মহলে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। 


লেখকের জন্মদিন উপলক্ষে আজ প্রকাশিত হলো দুটি অনুবাদ গ্রন্থ। প্রথমটি তাঁর বিখ্যাত উপন্যাস ‘বাগানের নাম মালনীছড়া’ THE GARDEN CALLED MALNICHERRA) বইটি অনুবাদ করেছেন লেখক মোজাফ্ফর হোসেন। দ্বিতীয় গ্রন্থ ‘একাত্তরের নিশান’ Nishan of 71) অনুবাদ করেছেন রিফাত কামাল সাইফ। গ্রন্থ দুটির প্রকাশনা উৎসব আজ তেজগাঁওস্থ চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, রাবেয়া খাতুনের জ্যেষ্ঠ জামাতা প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু, জ্যেষ্ঠ কন্যা রন্ধনবিদ কেকা ফেরদৌসী, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অনুবাদক লেখক মোজাফ্ফর হোসেনসহ লেখকের শুভানুধ্যায়ীরা। 


উল্লেখ্য. রাবেয়া খাতুন-এর জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষে সপ্তাহব্যাপী চ্যানেল আইয়ের পর্দায় তাঁর গল্প অবলম্বনে নির্মিত নাটক প্রচার করা হবে। এছাড়াও আজ সকাল ১১টায় বাংলা একাডেমি প্রবর্তিত ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ প্রদান করা হয় বাংলা একাডেমিতে। এ বছর পুরস্কার পেয়েছেন সুব্রত বড়ুয়া ও আনিসুর রহমান। 

Leave a Reply

Your identity will not be published.