একদল নৃত্যশিল্পী মঞ্চে প্রবেশ করল। নেপথ্যে গান বেজে উঠল, ‘মায়াবন বিহারিনী হরিণী...’। উপস্থাপক অপু মাহফুজ ও দীপ্তি চৌধুরী ঢুকে দর্শকদের প্রশ্ন করলেন, গানটি কার ? অধিকাংশ দর্শকই বললেন রবীন্দ্রনাথের কথা। এবার আরেকটি প্রশ্ন করা হলো, কে গেয়েছেন ? রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক নাকি অনিমা রায় ? এই পর্যায়ে দর্শকরা কণ্ঠশিল্পীর নাম বললেও উপস্থাপকরা কোনো কথা বললেন না। তারা পর্দায় ভিডিও ক্লিপস দেখালেন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্রের। সেখানে দেখা গেল নুশরাত ইমরোজ তিশাসহ অন্য অভিনয়শিল্পীদের। দর্শকরা অবাক! ‘মায়াবন বিহারিনী হরিণী...’ গানের সঙ্গে তিশার সম্পর্ক কী ? এরপর মঞ্চে দেখা গেল স্বয়ং তিশাকে। তিনি একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে গাইলেন ওই রবীন্দ্রসংগীতটি।
এভাবেই সবাইকে বিস্মিত করে শুরু হলো ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪-এর। গতকাল ১৯ মে, সোমবার, সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত এই আসরে আজীবন সম্মাননায় ভূষিত হলেন নজরুলসংগীতের বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা। এই বৃহৎ আয়োজনে সংগীতের ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, শিল্পী রেবেকা সুলতানা, এম এ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলম, প্রকল্প পরিচালক রাজু আলীমসহ প্রবীণ-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পীরা। সংহীত পরিবেশন করেন শফী মণ্ডল, ফেরদৌস ওয়াহিদ, সাগর বাউল, কোনাল, ইমরান, তরিক মৃধা, শারমিনসহ সেরাকণ্ঠ ক্ষুদে গানরাজ-এর শিল্পীরা।
১৯টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যারা :
আধুনিক গান : শ্রেষ্ঠ শিল্পী কর্ণিয়া, ইউটিউবে কমপক্ষে ১লক্ষবার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইকপ্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী শারমিন রমা, আধুনিক গান-শ্রেষ্ঠ সুরকার মেহেদী, আধুনিক গান-শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী (পল্লীগীতি ও মরমী) তরিক মৃধা, ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইকপ্রাপ্ত গান থেকে লোকসংগীত ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী সাব্বির নাসির, ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ (গান ঈশ্বর, চলচ্চিত্র ‘ঈশ্বর’), ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইকপ্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী বালাম ও কোনাল (চলচ্চিত্র ‘প্রিয়তমা’), ছায়াছবির গান-শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ (চলচ্চিত্র ‘ঈশ্বর’), ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল (মেঘের নৌকা, চলচ্চিত্র ‘প্রহেলিকা’), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা রেজাউল করিম কাজল : চুড়ির তালে নুরির মালা, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও-শিল্পী ফেরদৌস আরা: চুড়ির তালে নুরির মালা, শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ: কে চাঁদনী রাতে, শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত এটিএম জাহাঙ্গীরÑযদি প্রেম দিলে না, শ্রেষ্ঠ নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ: ভাল্লাগে না, শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রব মিউজিক স্টেশন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের পুরস্কৃত করা হয়। চারজন শিল্পী বিজয়ী হয়েছেন। তুষি, শিতাব, জারিন ও অর্চি। তবে কেউই প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হয় নি। সবাই সেরা। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় পর্ব ছিল প্রবীণ কষ্ঠশিল্পী লিনু বিল্লাহ ও স্বনামধন্য বংশীবাদক আবদুল হাকিমকে বিশেষ সম্মাননা প্রদান করা। তবে তাঁরা শিল্পী হিসেবে নয়, মুক্তিযোদ্ধা হিসেবে এই সম্মাননা পেয়েছেন। লিনু বিল্লাহ অবশ্য গানও গেয়ে শোনান :‘গীতি, কেমন আছো ?’ (এই সময় লিনু বিল্লাহর সঙ্গে তাঁর স্ত্রী প্রথিতযশা বিউটিশিয়ান গীতি বিল্লাহও মঞ্চে ছিলেন) আর বাঁশি বাজিয়ে শুনিয়েছেন আবদুল হাকিম।
Leave a Reply
Your identity will not be published.