কিছু দিন আগেও দেশের টিভি নাটক ঘুরপাক খেয়েছে ‘আমি-তুমি-সে’-র মধ্যে। অর্থাৎ প্রায় সব নাটকই প্রেম সংক্রান্ত বা দম্পতির টানাপোড়েন, সেখানে প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীরই প্রাধান্য। কখনো কখনো তৃতীয় পক্ষের দেখা মিলেছে।
অন্যদিকে ধারাবাহিক নাটকেও পরিবার গৌণ হয়ে পড়েছিল। এতে প্রবীণ অভিনয়শিল্পী, যারা বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করতেন বা করছেন, তাঁরা পড়ে গিয়েছিলেন বিপাকে। কাজ কমে গিয়েছিল তাঁদের। আবার নাটকগুলো একঘেয়েও লাগছিল দর্শকদের। আকর্ষণ কমে গিয়েছিল।
এই অবস্থার অবসান হয়েছে সম্প্রতি। নাটকে আবার পরিবার ফিরে এসেছে। কী একক নাটক কী ধারাবাহিক— সবখানেই দেখা মিলছে পরিবারের সদস্যদের। পরিবারভিত্তিক নাটকও হচ্ছে আবার। নামের মধ্যেও ‘ফ্যামিলি’ শব্দটি স্থান পাচ্ছে। এই ধারাবাহিকতায় সম্প্রতি তৈরি হয়েছে ‘মা বাবা ভাই বোন’।
‘মা বাবা ভাই বোন’ নির্মিত হচ্ছে প্রথিতযশা সাহিত্যিক প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে। আর এখানে উপন্যাসটির নামটিই রাখা হয়েছে। পরিচালক হাসান রেজাউল। জানা গেছে, ধারাবাহিকটিতে মূল উপন্যাসের পটভূমি ঠিক রেখে সময় এবং চিত্রনাট্যের প্রয়োজনে কিছুটা রূপান্তর করা হয়েছে। বলা বাহুল্য, সংসারের নানা টানাপড়েন, হাসি-আনন্দ আর দ্বন্দ্বই ধারাবাহিকটির উপজীব্য।
ধারাবাহিক ‘মা বাবা ভাই বোন’-এর শিরোনাম গানটি লিখেছেন আলফ্রেড খোকন। সংগীতায়োজন নীল কামরুল। গানটি গেয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী।
ইতিমধ্যেই ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব নির্মিত হয়েছে। এগুলোই প্রচার হবে। পাশাপাশি বাকিগুলির শুটিং হবে।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, সাবেরী আলম, আজম খান, তামিম মৃধা, শবনম ফারিয়া, শম্পা রেজা, তাসনুভা তিশা, আদিবা, আনন্দ খালেদ, নিশাত প্রিয়ম, সাজু খালেদ, ফারুক আহমেদ, শেলী আহসান, জয়নাল জ্যাকসহ একঝাঁক তারকা।
‘মা বাবা ভাই বোন’-এর প্রচার শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিট থেকে। চ্যানেল এনটিভি।
Leave a Reply
Your identity will not be published.