‌'দ্য কাশ্মীর ফাইলস'-এর প্রশংসায় নরেন্দ্র মোদী

‌'দ্য কাশ্মীর ফাইলস'-এর প্রশংসায় নরেন্দ্র মোদী

ভারতের বৃহত্তম গণহত্যার ঘটনা নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র 'দ্য কাশ্মীর ফাইলস'। এ ছবি নিয়ে আইনি জটিলতা, বিতর্ক, প্রশংসা- সবই চলছে সমানতালে। এবার ছবিটির প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

কাশ্মীরের সংখ্যালঘু হিন্দুদের তাড়িয়ে দেওয়ার ৩১ বছর পরও কেন তারা বাড়ি ফিরতে পারেন না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'-এ। 

১১ মার্চ ভারতসহ বিভিন্ন দেশে ৭০০-এর কাছাকাছি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় এটি কোনও সিনেমা নয়, বলা যায় একটি ঐতিহাসিক তথ্যচিত্র। স্বাধীন দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণহত্যার এক জীবন্ত দলিল।

'দ্য কাশ্মীর ফাইলস'-এর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী ও সংশ্লিষ্টদের নিজের দপ্তরে আহবান করেছিলেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা পল্লবী জোশও। কৃতজ্ঞতা প্রকাশ করে প্রযোজক অভিষেক আগরওয়াল প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, অনুভূতি ভাগাভাগি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবিটি সম্পর্কে বিবেক অগ্নিহোত্রী বলেছেন, ‌'এটি একটি মানবিক ট্র্যাজেডি। গল্পের মানবিক দিক নিয়ে কেউ কখনো কথা বলেনি। আপনি যখন কোনো সমাজে সন্ত্রাসবাদকে প্রবেশ করতে দেন, তখন আপনি কী হারাবেন, তা নিয়ে কেউ কথা বলেনি। আপনি শুধু জীবন হারান না, আপনি হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য হারান, আপনি বৈচিত্র্য হারাবেন। এটা কার ক্ষতি? এটাই কি কাশ্মীরের ক্ষতি? নাকি এতে ভারতের ক্ষতি? নাকি এটাই মানবতার ক্ষতি? আমার ফিল্মটা এমনই। এটা হিন্দু বা মুসলিম সম্পর্কে নয়, যেভাবে মানুষ বিশ্বাস করতে চাইবে।'

'দ্য কাশ্মীর ফাইলস' দেখে দর্শকদের প্রতিক্রিয়া কেমন?

রবিবার নিউটাউনের একটি মাল্টিপ্লেক্সে জড়ো হয়েছিল কলকাতার কাশ্মীরি সমাজ। ১৯৯০ সালে যারা কাশ্মীর ছাড়তে বাধ্য হয়েছিলেন। আত্মীয় পরিজনদের রক্তে রাঙা পোশাকে জম্মুর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তাঁরা। কাশ্মীরের মুছে ফেলা সেই রক্তাক্ত ইতিহাস যখন পর্দায় দেখানো হচ্ছিল, স্থির থাকতে পারছিলেন না কৃষ্ণা কাচরু, সুমন রায়না, প্রীতি থুসোরা। কাশ্মীরিদের পাশাপাশি দর্শকাসনে বহু বাঙালি। বের হওয়ার সময় কাঁদছেন না- মেলেনি এমন একজনও। শোকের সঙ্গে দেখা গেল ক্রোধ। কেন স্বাধীন দেশের সরকার গণহত্যার বিচার করল না? কেন কেউ শাস্তি পেল না? কেন ৩১ বছর পরেও ‘নিজ ভূমে পরবাসী’ হয়ে থাকতে হচ্ছে কাশ্মীরি পণ্ডিতদের? এমন প্রশ্নে মুখর হয়েছে দর্শকমণ্ডলী।

'দ্য কাশ্মীর ফাইলস' বক্স অফিসে ভালো ব্যবসা করছে। ১১ মার্চ মুক্তির প্রথম দিনে ছবিটি প্রায় ৩.২৫-৩.৫০ কোটি রুপি সংগ্রহ করেছে। প্রভাস ও পূজা হেগ অভিনীত 'রাধে শ্যাম'-এর সঙ্গে প্রতিযোগিতা করছে এটি।

 

Leave a Reply

Your identity will not be published.