নাসরীন নঈম
মা দ ল বা জা ই
শীতের দুপুরের মতো মনটা বিষণ্ন হয়ে আছে
বসন্তের আগমনে এ হৃদয় হলুদ সবুজে
সেজে ওঠে না কেবল পাতা ঝরার টুপটাপ
নিঃশব্দ আয়োজনে ক্যাকটাস হই।
আশাহত পাখিরা কোথায় উড়ে যায় ঈশান-নৈঋতে
গান শোনায় কবিতা রচনায় নিবেদিত হতে চাই
নিরালায় নিজের মনের সাথে দেখা হয়ে যায়
ঘুমন্ত স্বপ্নের ডালপালা দিয়ে ফুলদানি সাজাই।
মহুয়ার মতো এক রাতে জন্ম আমার একই রাতে
বেড়ে ওঠা এবং যৌবন পাওয়া প্রফুল্ল হৃদয়
বসন্ত বৌরি পাখির মতো উড়ে উড়ে ঘুরে বেড়ায়
পরিযায়ী কোনো পাখির চঞ্চুতে মিলনের মাদল বাজাই।
শাহীন রেজা
অ ভ দ্র রো দে র নি চে ঋ ত্বি ক হ লু দ
অভদ্র রোদের নিচে অসহায় তোমার দুপুর
গাঙচিল মেঘগুলো পাখি হয়; আলোশ্লেটে
চুমু খায়, ঘুম যায় ফড়িং বাতাস
ঋত্বিক হলুদ চুষে প্রজাপতি ঘন হয়
শ্রাবণ ধূসরে
তোমার জলের নিচে স্মৃতিগুলো যেন মাছ
অথৈ নীলে
বিবসনা দিন ভুলে নদীগুলো
সেটে থাকে রাত্রির গায়ে
ছায়ার অরণ্য থেকে ছুটে আসে শব্দ-হরিণ
এবং তখন কেবল জামরুল খেলা
বলেশ্বর যেন এক কবিতা-নগর
বিবসনা চিহ্ন বুকে ডাহুক তমাল।
Leave a Reply
Your identity will not be published.