২০০২ সালে রিলিজ হওয়া ভিডিও অ্যালবামের ‘কাঁটা লাগা’ গানটির কথা মনে আছে ? মনে আছে সেই গানে মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার নৃত্যের কথা ? যা শ্রোতা-দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছিল। সেই আবেদন এখনো অক্ষুণ্ন। তবে সেই মোহময়ী শেফালি জারিওয়ালা এখন মেঘের ওপর বাসা বেঁধেছেন। গতকাল (শুক্রবার) মধ্যরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে না-ফেরার দেশে যাত্রা করেছেন।
ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, শেফালি অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন সেখানকার চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ লুলাও বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তার মরদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও মুভি টকিজের খবরে বলা হয়েছে, শেফালির স্বামী পরাগ তেয়াগী ও তার দুই ঘনিষ্ঠ বন্ধু মিলে শেফালিকে হাসপাতালে নিয়ে যান।
ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শেফালি ছিলেন ভীষণ ফিটনেস ফ্রিক। নিজেকে ফিট এবং সুস্থ থাকার জন্য শরীরচর্চা করতেন। অবশ্য এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি, তিনি মৃগীরোগের সাথে লড়াই করেছিলেন। সে-কথা খুব কম মানুষই জানতেন। শেফালি তার কেরিয়ারের শুরুর দিকে এটি কাউকেই জানতে দেন নি। কাজে প্রভাব পড়তে দেন নি। কিন্তু প্রতিনিয়তই এই সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে যেতেন তিনি। ১৫ বছর বয়সে তিনি প্রথমবার খিঁচুনি অনুভব করেন। তারপর দীর্ঘদিন মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে ছিলেন। তবে চিকিৎসা, নিয়মিত ব্যায়াম ও মানসিক জোরে অভিনেত্রী ভালো থাকার চেষ্টা করতেন।
১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শেফালি। তিনি গুজরাটের সরদার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। কিন্তু আইটি ক্ষেত্রকে নিজের ক্যারিয়ার হিসেবে না বেছে শেফালি মডেলিংকে বেছে নিয়েছিলেন।
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা। সত্তরের দশকের হিন্দি সিনেমা ‘সমৃদ্ধি’র গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। গানের সাহসী উপস্থাপনায় শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। এরপর ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পান তিনি। এরপর সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি।
তবে এরপর আচমকাই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। কেননা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনেও বহু চড়াই-উতরাই পেরিয়েছেন শেফালি। ২০০২ সালে সংগীতশিল্পী হরমিত সিংয়ের সঙ্গে তার প্রথম বিয়ে হলেও সেই সম্পর্ক টেকে নি। ২০০৯ সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে। পরে অভিনেতা পরাগ তেয়াগির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৪ সালে বিয়ে করেন। দুজন মিলে অংশ নেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৫’-এ। এছাড়া তিনি ২০০৮ সালে সনি টিভির ‘বুগি উগি’ এবং ২০১৯ সালে কালারস-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’-এ অংশ নেন। তিনি ‘মুজসে শাদি করোগি’ ও ‘হুড়ুগারু’ চলচ্চিত্রে অভিনয়ও করেন। শুধু অভিনয় নয়, মানসিক স্বাস্থ্যসচেতনতা ও নারী-অধিকার নিয়ে সোচ্চার ছিলেন শেফালি জারিওয়ালা। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য তিনি ছিলেন আলোচনায়। এখন তিনি সবকিছুর ঊর্ধ্বে। তবে সংগীত অনুরাগীদের হৃদয়ে তিনি বহুকাল বেঁচে থাকবেন।
Leave a Reply
Your identity will not be published.