বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস্ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ত্রপা মজুমদার

বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস্ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ত্রপা মজুমদার

ত্রপা মজুমদার। এদেশের সাংস্কৃতিক জগতের একটি উজ্জ্বল নাম। তিনি অভিনয় এবং নির্দেশনায় প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন। আবৃত্তিশিল্পী, উপস্থাপক এবং টিভির প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিচারক হিসেবেও তাঁকে দেখা গেছে। এবার তিনি স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস্ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২১ অক্টোবর বিজ্ঞাপনী সংস্থাটি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ত্রপা মজুমদারকে অভিনন্দন জানিয়ে একটি পোস্টও করেন।

পোস্টে উল্লেখ করা হয়, “যে প্রতিষ্ঠানের হাত ধরে বিজ্ঞাপন জগতে তার হাতেখড়ি, আজকে সেই প্রতিষ্ঠানেরই শীর্ষ নেতৃত্বে তিনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কাজের প্রতিটি ধাপে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, সৃষ্টিশীলতা, সাংস্কৃতিক মমত্ববোধ ও গতিশীল নেতৃত্ব দিয়ে তিনি এক্সপ্রেশানস্ লিমিটেডকে নিয়ে যাবেন সাফল্যের পরবর্তী অধ্যায়ে।” আমাদেরও প্রত্যাশা, ত্রপা মজুমদারের নেতৃত্বে এক্সপ্রেশানস্ লিমিটেডের সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

ত্রপা মজুমদারকে ‘অন্যদিন’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

 

Leave a Reply

Your identity will not be published.